অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ

এমবিবিএস, ডিটিসিডি
পিএইচডি (যুক্তরাষ্ট্র)
এফআরসিপি (আয়ারল্যান্ড, এডিনবরো, লন্ডন)
এফআরএসএইচ (ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ)
এফসিসিপি (যুক্তরাষ্ট্র)

গুগল ম্যাপে অফিসের নির্দেশনা

অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ

একজন অভিজ্ঞ ও দক্ষ বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ। বক্ষব্যাধি, হাঁপানি ও শ্বাসযন্ত্রের নানা জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম। অসাধারণ রোগ নির্ণয় দক্ষতার পাশাপাশি, তিনি রোগীদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণের জন্যও সুপরিচিত।

ডা. মাহমুদ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত এবং পালমোনোলজি বিষয়ে জ্ঞান ও চিকিৎসা পদ্ধতির অগ্রগতিতে তাঁর অবদান প্রশংসনীয়। তিনি প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রবক্তা এবং আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা কৌশল প্রয়োগের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদান করেন।

পালমোনোলজিস্ট হিসেবে তিনি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), নিউমোনিয়া, যক্ষ্মা, ফুসফুসের ক্যানসারসহ নানা জটিল শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসায় পারদর্শী। হাঁপানির মতো দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনাতেও তাঁর রয়েছে বিশেষ অভিজ্ঞতা। রোগীদের সুস্থ ও মানসম্পন্ন জীবন নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

চিকিৎসায় তিনি মাল্টিডিসিপ্লিনারি (বহুমুখী) পদ্ধতি অনুসরণ করেন, যেখানে ফিজিওথেরাপিস্ট, নিউট্রিশনিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়—যাতে রোগীরা পান একটি পরিপূর্ণ ও সমন্বিত চিকিৎসা সেবা।